ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১১২ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৭ মে থেকে ৭ জুলাই পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে। মৃতদের মধ্যে বন্যার পানিতে ডুবে ৮৫ জন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুজন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে ৯ জন মারা গেছেন।
নিহতদের মধ্যে সিলেটে ৫৯ জন, ময়মনসিংহে ৪০ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ২৮ বন্যা-কবলিত জেলার ১৮৫ উপজেলায় মানুষদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কাজ করছে দুই হাজার ৪৭ টি মেডিকেল টিম।