বরিশালে মহাসড়কে চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে ৪ ও ৫ নভেম্বর ধর্মঘট ডেকেছে থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন।
সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল দাস।
তিনি জানান, বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের আগের দিন থেকে শুরু হবে এই ধর্মঘট।
এর আগে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে একই সময়ে ধর্মঘট ডেকেছে বরিশালের দুই বাস মালিক সমিতি।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘খুলনা এবং রংপুরে বাস বন্ধ থাকলেও চলেছে থ্রি হুইলার। এবার বরিশালে তাও বন্ধ করা হলো। সমাবেশ ঠেকাতে সর্বশক্তি নিয়োগ করছে ক্ষমতাসীন দল। তারপরেও বরিশালে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ আসবে। জনস্রোতের প্লাবণ হবে ৫ নভেম্বরের গণসমাবেশে।’