প্রচ্ছদ ›› জাতীয়

বাংলাদেশিকে পিটিয়ে আহত করল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৩ ১৯:৪৫:৩৭ | আপডেট: ২ years আগে
বাংলাদেশিকে পিটিয়ে আহত করল বিএসএফ
(ফাইল ছবি)

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের জিরোলাইনে আলুক্ষেত দেখতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মারধরে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।

বুধবার সকাল ৭টায় উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা নাকারজান এলাকার ৫ ও ৬ নম্বর পিলারের পাশে এ ঘটনা ঘটে।

সীমান্তে গিয়ে জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে কুটিচন্দ্রখানা নাকারজান গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৫০) সীমান্তের জিরোলাইনে আলুক্ষেত দেখতে যান। এ সময় চোরাকারবারী ভেবে টহলরত বিএসএফের সদস্যরা আমজাদকে আটক করে। কিছু বুঝে উঠার আগেই বিএসএফ সদস্যরা তাকে মাটিতে ফেলে মারধর করে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে নিহত ভেবে চলে যায় বিএসএফের সদস্যরা।

পরে পরিবারের লোকজন ওই আলুক্ষেত থেকে আহত অবস্থায় আমজাদ হোসেনকে উদ্ধার করে। বর্তমানে তিনি কুড়িগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সীমান্তবাসী আশরাফুল ইসলাম ও হয়রত আলী বলেন, ‘শুনেছি বিএসএফের মারধরে আমজাদ হোসেন আহত হয়েছেন। তবে তাকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে তা আমরা জানি না।’

এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের গংগারহাট ক্যাম্পের নায়েক সুবেদার নুরুল ইসলাম বলেন, ‘শুনেছি একজন বাংলাদেশি কৃষক আলুক্ষেত দেখার জন্য সীমান্তে গিয়েছিল। এ সময় ওই কৃষককে আটক করে মারধর করেছে বিএসএফ। খবর পেয়ে দ্রুত বিজিবির একটি টহল ঘটনাস্থলে গিয়েছে। তবে আহত বাংলাদেশি কৃষকের পরিবারের থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’