প্রচ্ছদ ›› জাতীয়

বাংলাদেশিরা অন্য দেশে চলে যাওয়ায় রোমানিয়া অসন্তুষ্ট: মোমেন

টিবিপি ডেস্ক
১৬ এপ্রিল ২০২৩ ২০:১৪:৪৭ | আপডেট: ২ years আগে
বাংলাদেশিরা অন্য দেশে চলে যাওয়ায় রোমানিয়া অসন্তুষ্ট: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোমানিয়া ‘একটু অসন্তুষ্ট’, কারণ সম্প্রতি চাকরি নিয়ে রোমানিয়ায় যাওয়া বাংলাদেশিদের ১০ শতাংশও দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটিতে অবস্থান করেনি।

তিনি বলেন, ‘রোমানিয়া থেকে তারা (বাংলাদেশি) জার্মানি ও পর্তুগালের মতো অন্যান্য দেশে যায়। বাংলাদেশিরা না থাকলে আমরা কেন রোমানিয়ায় আসতে দেব।’

রবিবার তিনি রোমানিয়ার পক্ষের বরাত দিয়ে বলেন, এটা (রোমানিয়া) অন্য দেশে যাওয়ার জন্য ‘স্প্রিংবোর্ড’ হতে পারে না।

এ পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলেও বর্ণনা করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, তার অনুরোধে রোমানিয়া একটি কনস্যুলার দল পাঠিয়েছে এবং তারা বেশ কিছু সংখ্যক বাংলাদেশিকে ভিসা দিয়েছে। তাদের কেউ কেউ নির্মাণ খাতে চাকরি নিয়ে রোমানিয়ায় গেছেন।

গত বছর রোমানিয়ার একটি কনস্যুলার দল তিন মাস ঢাকায় অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা দিয়েছে।

মিশনটি সফলভাবে পরিচালিত হওয়ায়, মোমেন তার রোমানিয়ার প্রতিপক্ষের কাছে একটি চিঠি পাঠান। যাতে তাকে আরেকটি কনস্যুলার মিশন পরিচালনা করার অনুরোধ জানানো হয়।

চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়ার কথা ছিল রোমানিয়ার।

সূত্র: ইউএনবি