প্রচ্ছদ ›› জাতীয়

বাংলাদেশের রিক্সা যাচ্ছে ইউরোপে: বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২২ ১৮:১৬:৩৩ | আপডেট: ২ years আগে
বাংলাদেশের রিক্সা যাচ্ছে ইউরোপে: বিজিএমইএ সভাপতি
সংগৃহীত

পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশের রিক্সা যাচ্ছে ইউরোপে। ম্যানচেস্টার মিউজিয়ামের এশিয়ান গ্যালারিতে দর্শনার্থীদের রিক্সায় চড়ার স্বাদ পূরণ করবে ঢাকার রিক্সা।

রোববার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কনফারেন্স রুমে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন বিজিএমইএ সভাপতি।

তিনি বলেন, বাংলাদেশের প্যাডেলচালিত রিক্সার ঐতিহ্য এবং এর সাথে সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন উই লাভ রিক্সা। রিক্সার ইউরোপ যাত্রায় উই লাভ রিক্সা সংগঠনের সাথে বিজিএমইএ, ম্যানচেস্টার মিউজিয়াম, ব্রিটিশ কাউন্সিল কাজ করছে। প্রথমে দুটি রিক্সা পাঠানো হচ্ছে, একটি ম্যানচেস্টার মিউজিয়ামের এশিয়ান গ্যালারিতে প্রদর্শনীর জন্য, অন্যটি দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের ভ্রমণের জন্য।

তিনি বলেন, ''আমি বিশ্বাস করি, এই ব্যতিক্রমী উদ্যোগটি বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগে থাকতে পেরে বিজিএমইএ আনন্দিত।''

নেশন ব্র্যান্ডিংয়ে সরকার বেসরকারিখাত সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানিয়ে ফারুক হাসান বলেন, বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তির উৎকর্ষতার কারণে নেশন ব্র্যান্ডিংয়ের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ব্যবসা, বাণিজ্য ও বিপণন সব কিছুর সাথেই ব্র্যান্ড শব্দটি জড়িত। এর মাধ্যমে জানা যায় একটি দেশ তার নাগরিকদের কেমন রেখেছে এবং বিশ্ববাসী সেভাবেই দেশটিকে দেখে। রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক স্তম্ভে প্রলেপ দেয়ার কাজটিও করে নেশন ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং শক্তিশালী হলে আন্তর্জাতিক বাজারে ক্রেতারা ভালো মূল্য অফার করেন, ক্রেতাদের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে ওঠে এবং উদীয়মান বাজারগুলোতে প্রবেশাধিকার পাওয়া সহজ হয়।

তিনি আর বলেন, নেশন ব্র্যান্ডিংয়ের সাথে সরাসরি যুক্ত দেশের রপ্তানি, পর্যটন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, দেশের ইতিবাচক ও সঠিক ভাবমূর্তি, আন্তর্জাতিক অঙ্গণে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করতে হবে।