প্রচ্ছদ ›› জাতীয়

বাগেরহাটে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২২ ১৮:৫৫:২৪ | আপডেট: ৩ years আগে
বাগেরহাটে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় পুকুরের পানিতে ডুবে শিশু দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্যে নলবুনিয়া গ্রামে ওই মৃত্যুর ঘটনা ঘটে। 

নিহত রুবি আক্তার (৭) ও রাফিয়া আক্তার (৪) উপজেলার মধ্যে নলবুনিয়া গ্রামের ভ্যানচালক আব্দুর রহিম তালুকদারের মেয়ে।

নিহত দুই শিশুর বাবা আব্দুর রহিম তালুকদার জানান, জুমার নামাজ পড়ে বাড়ি ফিরে মেয়েদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। প্রথমে বাড়ির আশপাশে খুঁজে না পেয়ে প্রতিবেশি নওয়াব চৌধুরীর পুকুরে তল্লাশি চালানো হয়। পরে পুকুর থেকে দুই মেয়েকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, দুই বোন প্রতিবেশির পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। সাঁতার না জানায় তারা উঠতে পারেনি। খবর পেয়ে পুলিশ পুকুর পাড় থেকে দুই বোনের দুই জোড়া স্যান্ডেল এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।