বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস বিক্রি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার সচিবালয়ে খাদ্যপরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে চাল ও গম কেনা হচ্ছে। বাজার স্থিতিশীল রাখার জন্য যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত খোলাবাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রির কার্যক্রম চলবে। এ ছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী, বছরের ৫ মাস খাদ্যবান্ধব কমর্সূচিও চলবে।
আরও পড়ুন- ‘জনগণ ও অর্থনীতির সামগ্রিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য’
তিনি বলেন, সরকারিভাবে ভিয়েতনাম থেকে দুই লাখ ৩০ হাজার টন চাল, মিয়ানমার থেকে দুই লাখ টন চাল ও ভারত থেকে এক লাখ টন চাল কেনা হচ্ছে। এ ছাড়া রাশিয়া থেকে পাঁচ লাখ টন গম কেনা হবে।
এ সময় ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি চালু করার কারণে দেশের বাজারে এখন চালের দাম নিম্নমুখী বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী।
চাল আমদানির ক্ষেত্রে নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যারা চাল আনতে পারবেন তারা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।’
আরও পড়ুন- পণ্য খালাসে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ
নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পর খোলাবাজারে (ওএমএস) ন্যায্যমূল্যে চাল, আটাসহ নিত্যপণ্য বিক্রি করছে সরকার। সংবাদ সম্মেলনে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।