প্রচ্ছদ ›› জাতীয়

বাটা সিগন্যালের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ ২০২৩ ২২:০১:৫৪ | আপডেট: ২ years আগে
বাটা সিগন্যালের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বাটা সিগন্যালের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত সাড়ে নয়টার দিকে আগুন ‍নিয়ন্ত্রণে আসে। এসময় ভবনের ৬ জন বাসিন্দাকে নিরাপদে নামিয়ে আনা হয়।

এ ঘটনায় একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি নয় তলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের পরিমাণ জানা যায়নি।