প্রচ্ছদ ›› জাতীয়

বাণিজ্য মন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২২ ১৫:৩৯:৫৭ | আপডেট: ১ year আগে
বাণিজ্য মন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা
সংগৃহীত

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির নামে ফেসবুক এ্যাকাউন্ট খুলে প্রতারণার দায়ে মোঃ আলমগীর হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি সাইবার পুলিশ।

রোববার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুরে অভিযান পরিচালনা করে ঐ যুবককে গ্রেফতার করা হয়।

সিআইডি জানায়, দীর্ঘদিন ধরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ বিভিন্ন এমপি-মন্ত্রীদের ছবি ও নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডির মাধ্যমে প্রতারণার ফাঁদ তৈরি করেন আটক যুবক। ওই আইডিতে মন্ত্রীর বিভিন্ন কর্মসূচির নিয়মিত ছবি পোস্ট করে প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক স্বীকার করেছে, বাণিজ্য মন্ত্রীর নামে ফেক ফেসবুক এ্যাকাউন্ট খুলে বিভিন্ন এলাকার চাকুরী প্রত্যাশীদের বিশেষ করে মেয়েদের টার্গেট করা হতো। এরপর চাকুরী দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত সে। অসহায় ভিকটিমদের আস্থা অর্জন করে কৌশলে তাদের কাছ থেকে ব্যক্তিগত ছবি নেয়।

পরবর্তীতে সে সকল ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতো। অনেক ক্ষেত্রে ভিকটিমদের নামে ফেক আইডি তৈরী করে গোপণ ছবি ও ভিডিও ছেড়ে দেয়ার অভিযোগও রয়েছে।