প্রচ্ছদ ›› জাতীয়

বাবার মৃত্যুর খবরে হাসপাতালে যাওয়ার পথে ছেলের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
০৫ জুন ২০২৩ ১৯:০২:৩৮ | আপডেট: ২ years আগে
বাবার মৃত্যুর খবরে হাসপাতালে যাওয়ার পথে ছেলের মৃত্যু
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাবার মৃত্যুর খবর শুনে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে নড়িয়া উপজেলার শরীয়তপুর-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলাইমান সরদার (৩৮) নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চান্দনি গ্রামের বাসিন্দা।

জানা যায়, সোলাইমান সরদারের বাবা সোহরাব সরদার অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। দুপুর ১টায় সোহরাব সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাবার মৃত্যুর খবর শুনে বাবাকে দেখতে হাসপাতালের যাওয়ার জন্য রাস্তায় গাড়ির অপেক্ষা করছিলেন সোলাইমান। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘আমরা ইতোমধ্যেই মোটরসাইকেল চালককে আটক করেছি। নিহতের আপন কেউ এসে অভিযোগ করলে মামলা করা হবে।’