প্রচ্ছদ ›› জাতীয়

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২২ ১৪:২৯:৪১ | আপডেট: ৩ years আগে
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

দিনাজপুরের ফুলবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।

মঙ্গলবার ভোরে ফুলবাড়ী-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ব্রক্ষচারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা-দিনাজপুরগামী এসআর ট্রাভেলসের চালক মো. হাকিম (৩৫)। তার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাটকদি গ্রামে। অন্য জন হলেন- বাসযাত্রী আশিক আলী (২৩)। তার বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া (ডাঙাপাড়া) গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, বাসটি দিনাজপুর যাওয়ার পথে ফুলবাড়ীর ব্রক্ষচারী নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসচালক মো. হাকিম (৩৫) ও বাসযাত্রী মো. আশিক আলী (২৩) ঘটনাস্থলেই মারা যান।

খরব পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করেন এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গুরুতর আহত ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের গহীর মন্ডলের ছেলে গফুর (৪৬) নামের বাসযাত্রীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসাপাতালে পাঠানো হয়। অপর আহত যাত্রী পার্বতীপুর উপজেলার আমবাড়ী (শিবরামপুর) গ্রামের সাজেদুর রহমানের ছেলে ইয়াসির আরাফাতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।