প্রচ্ছদ ›› জাতীয়

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৩ ১৩:২৮:৫১ | আপডেট: ২ years আগে
বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় তুষার (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তুষার উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের সোহরাব মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কের হাবিবপুরে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আমিনুল ইসলাম বলেন, আজ সকালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শৈলকুপা থানা পুলিশ বাসটি জব্দ করেছে।