জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সারাদেশে বাস ভাড়া বাড়াল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে ৪০ পয়সা বেড়ে ২.২০ টাকা হয়েছে। আর ঢাকা ও চট্রগ্রামে মহানগরে প্রতি কিলোমিটার ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর বনানীর বিআরটিএর চেয়ারম্যান কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
তিনি আরও জানান, বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা।
এর আগে ৫টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ পরিচালক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা, সচিব এ টি এম কামরুল ইসলাম তাং, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, পরিবহন মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শ্রমিক নেতারা।