প্রচ্ছদ ›› জাতীয়

বায়রা নির্বাচন: এগিয়ে সিন্ডিকেটবিরোধী ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২২ ২০:৩১:২৭ | আপডেট: ২ years আগে
বায়রা নির্বাচন: এগিয়ে সিন্ডিকেটবিরোধী ঐক্য পরিষদ

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২২-২০২৪) ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা।

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

এদিন রাত ৮টা পর্যন্ত মোট ৬৪৩টি ভোট গণনা হয়েছে। এর মধ্যে অধিকাংশই ঐক্য পরিষদের। এ প্যানেল পেয়েছে ৩০৪ ভোট। রুহুল আমিনের নেতৃত্বাধীন সিন্ডিকেটপন্থী প্যানেল ২৮৪ ভোট এবং ফারুকের নেতৃত্বাধীন তৃতীয় প্যানেল ৫৫ ভোট পেয়েছে।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। ১ হাজার ৪২ জন ভোটারের মধ্যে ৯৬৯ জন ভোটার তাদের ভোট দিয়েছেন।

পরবর্তী কমিটিতে পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনটি পৃথক প্যানেলের মোট ১৮২ প্রার্থী।