প্রচ্ছদ ›› জাতীয়

বিএনপির সমাবেশ: রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা, রণসাজে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২২ ১৮:১৪:২১ | আপডেট: ২ years আগে
বিএনপির সমাবেশ: রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা, রণসাজে পুলিশ
বিএনপির সমাবেশস্থল গোলাপবাগ মাঠ, ছবি- বিজনেস পোস্ট

আগামীকাল শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তার আগেই শুক্রবার গ্রেপ্তার হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতাসবুজবাগ মির্জা আব্বাস। ইতোমধ্যে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এমন প্রেক্ষাপটে আগামীকাল রাজধানীতে সহিংসতা এড়াতে প্রস্তুত রয়েছেন গোয়েন্দারা।

এদিকে ঢাকাকে শৃঙ্খল রাখতে বদ্ধপরিকর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই কোনো বিশৃঙ্খলা বা নাশকতামূলক পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, তৎপর রয়েছে পুলিশের সব ইউনিট।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা বলছেন, যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় রণসাজে প্রস্তুত পুলিশ। মহানগর পুলিশের নিরাপত্তা পরিকল্পনা প্রায় চূড়ান্ত। সমাবেশ কেন্দ্র করে কেউ যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াতে না পারে, সে জন্য র‌্যাব-পুলিশ ছাড়াও একাধিক গোয়েন্দা সংস্থার বিশেষজ্ঞ টিমকে সাইবার পেট্রোলিং করার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে আজ শুক্রবার রাজধানী ঢাকাও ছিল বেশ ফাঁকা। বেশকিছু ব্যক্তিগত পরিবহন চোখে পড়লেও পাবলিক পরিবহনের সংখ্যা ছিল গুটিকয়েক। এছাড়াও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর প্রবেশপথগুলোতে বাড়ছিলো নিরাপত্তা ব্যবস্থা।

রাজধানীঘুরে দেখা যায়, শহরের প্রবেশ পথগুলোয় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের একাধিক টিম। আব্দুল্লাহপুর, গাবতলি, যাত্রাবাড়ী, ডেমরা, গুলিস্তান ও বাবুবাজারসহ বিভিন্ন স্থানেও পুলিশের চেকপোস্ট বসিয়েছে। মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস থামিয়ে তল্লাশি করা হচ্ছে এসব স্থানে। যাত্রীদের জিজ্ঞাসাবাদ, ব্যাগ, বস্তাসহ মোবাইলের ব্যক্তিগত তথ্য- মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ খতিয়ে দেখছে পুলিশ।

রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনেও রয়েছে র‌্যাব-পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও ঢাকার অলি-গলি, মোড়ে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্দেহভাজনদের গতিরোধ করে হচ্ছে তল্লাশি।

এছাড়াও নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দেওয়ায় কারণে এ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক বন্ধ রয়েছে। কার্যালয়ের সামনেও বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।

এদিকে ঢাকা-বিভাগের বিভিন্ন জেলাসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার মানুষের চলাচলের সহজ পথ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। ফলে ঢাকায় প্রবেশ করতে হলে শ্রীপুর হয়ে টঙ্গীর তল্লাশি চৌকিটি পার না হওয়ার সুযোগ নেই। চেকপোস্টে ১৫-২০ জন পুলিশ সদস্য সন্দেহভাজন মোটরসাইকেল, পিকআপ ভ্যান, দূরপাল্লার বাস, ট্রাক গতিরোধ করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছে। মোটরসাইকেল চালকদের পরিচয় জেনে ঢুকতে দেওয়া হচ্ছে ঢাকায়।

এছাড়াও উত্তরা বিএনএস সেন্টারের সামনে সেতুর মুখে রয়েছে আরেকটি চেকপোস্টে। সেখানেও চলছে তল্লাশি।

আলম পরিবহনের যাত্রী কাজী মাহবুবুর রহমান বলেন, ‘ঢাকায় যাওয়ার পথে বেশ কয়েক জায়গায় পুলিশের চেকপোস্ট চোখে পড়েছে। তারা অনেক বাস থামিয়ে যাত্রীদেরও জিজ্ঞাবাদ করছে।’

সোহেল রানা নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে দুপুরে ব্যক্তিগত কাজে ঢাকা যাচ্ছিলাম। ঢাকা ঢুকার মুখেই পুলিশ বাস থামিয়ে তল্লাশি করে। এসময় আমার ব্যাগ নিয়ে পুলিশ তল্লাশি করে।’

যাত্রীরা জানান, তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। কাজে যে যার মতো ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু পথে পুলিশ গাড়ি থামিয়ে দেহ তল্লাশিসহ মোবাইলের ব্যক্তিগত তথ্য, গুরুত্বপূর্ণ মেসেজ, ছবি দেখছে।

জানা গেছে, কাল বিএনপির কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ইউনিফর্মে অন্তত ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের টিমও বিভিন্ন পয়েন্টে প্রস্তুত রাখা হবে। প্রস্তুত থাকবে ‘আরমার পার্সনেল ক্যারিয়ার’ (এপিসি)। পুলিশের বিশেষায়িত টিমের সদস্য সোয়াতকেও সর্বোচ্চ সতর্কতায় রাখা হবে।

পুলিশ সূত্র বলেছে, যে কোনো ধরনের ঘটনার ভিডিও ফুটেজ রাখতে নয়াপল্টন ও আশপাশ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গতকাল থেকে সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার নিরাপত্তা বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন থানা এলাকায় আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। তাদের ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চল থেকে আনা হয়েছে। তারা পুলিশের সঙ্গে সমন্বয় করেই দায়িত্ব পালন করবেন।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে। জনগণের জানমালের রক্ষায় শনিবার সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।