চট্টগ্রামের সীতাকুণ্ডের বেসরকারি কন্টেইনার ডিপো বিএম ডিপোতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল বিজনেস পোস্টকে জানান, বিএম ডিপোর মধ্যে একটি জুটের গোডাউনের ভিতর আগুন লেগেছে। কুমিল্লার ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার কফিল উদ্দিন বিজনেস পোস্টকে বলেন, ‘বিকাল সোয়া ৩টার দিকে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আমাদের স্টেশনের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।’
তিনি বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও জানা যায়নি। আমরা এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।’
এর আগে গত ৪ জুন রাতে বিএম কন্টেইনার ডিপোতে প্রথম দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় আগুনে ফায়ার সার্ভিসের কর্মীসহ অর্ধশতাধিক মানুষ নিহত হন।