প্রচ্ছদ ›› জাতীয়

বিজিপিসহ ৩৩০ মিয়ানমারের নাগরিককে হস্তান্তর কাল

নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১০:৪১ | আপডেট: ২ মাস আগে
বিজিপিসহ ৩৩০ মিয়ানমারের নাগরিককে হস্তান্তর কাল

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ ৩৩০ জন সদস্যকে আগামীকাল বৃহস্পতিবার হস্তান্তর করা হবে।উখিয়ার ইনানীস্থ বঙ্গোপসাগরের উপকূলের নৌবাহিনীর জেটিঘাট এলাকা দিয়ে তাদের হস্তান্তর করা হবে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় বিজিবির সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী জেটিঘাট, ইনানী, কক্সবাজারে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ ৩৩০ জন নাগরিককে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সকাল ৮টার দিকে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে সাংবাদিকদের এক ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান শরীফুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, উভয় দেশের আলোচনার পরিপ্রেক্ষিতে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ বাংলাদেশের সীমানায় আসবে। জাহাজটি গভীর সাগরে অবস্থান করবে। বৃহস্পতিবার সকাল ৮টায় হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। আশ্রয়রত ৩৩০ জনকে পৃথক নৌযানে ওই জাহাজে নিয়ে গিয়ে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দিনে মিয়ানমারের ৩৩০ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। নাফ নদী পাড়ি দিয়ে পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে বিজিপি, সেনাবাহিনী, পুলিশ, ইমিগ্রেশন সদস্য ও অন্যান্য সংস্থার লোক রয়েছে। পরে তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয়। আহতদের চিকিৎসা সেবাও দেওয়া হয়েছে।