পঞ্চগড় ব্যাটালিয়নের বাংলাবান্ধা আইসিপি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। বুধবার দুপুরে তিনি এই পরিদর্শনে আসেন।
পরিদর্শনের সময় বিজিবি মহাপরিচালক দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও আস্থা বৃদ্ধির জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএসএফের একটি দল বিজিবি মহাপরিচালককে গার্ড অফ অনার প্রদান করে।
বিজিবি সদরদপ্তর জানিয়েছে, বিজিবির মহাপরিচালক ঠাকুরগাঁও সেক্টর, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতাল ও পঞ্চগড় ব্যাটালিয়নের
ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। এ সময় তিনি কোয়াটার গার্ডে সালাম গ্রহণ, বৃক্ষরোপণ, অপারেশনাল ব্রিফিং গ্রহণ এবং সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন।
ব্যাটালিয়ন সদর পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক পঞ্চগড়ের বাংলাবান্ধা বিওপি পরিদর্শন করেন। পরে তিনি বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের অধীনস্থ মাগুরমারী বিওপি পরিদর্শন করেন এবং সকল স্তরের বিজিবি সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার এবং পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।