প্রচ্ছদ ›› জাতীয়

বিদুৎস্পৃষ্টে ২ রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৬:০৯ | আপডেট: ২ years আগে
বিদুৎস্পৃষ্টে ২ রিকশাচালকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর বউবাজার এলাকার একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুর জেলার পীরগাছা উপজেলার মনতাজ মিয়ার ছেলে মো. হারুন (৪০) ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কিতাব আলীর ছেলে মো. লিটন। তারা টঙ্গীর বউবাজার এলাকায় গ্যারেজ মালিক স্বপনের রিকশা ভাড়ায় চালাতেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আজ ভোরে ওই গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়া শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হন হারুন। এ সময় অপর রিকশাচালক লিটন তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।