প্রচ্ছদ ›› জাতীয়

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২২ ১৫:২৩:১৭ | আপডেট: ৩ years আগে
বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গত ২৩ দিন ধরে বিদ্যুৎ ও পানির সংযোগ নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই স্থান খালি করে দেয়া নির্দেশ দেয়া হয়েছে। এখানে একাধিক সরকারি প্রতিষ্ঠান নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। এ সময় সড়ক অবরোধ করে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ চালু করার দাবিতে বিক্ষোভ করছে এলাকাবাসী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট থেকে বায়েজিদ অবরোধ করে বিক্ষোভ করছে জঙ্গল সলিমপুরের বাসিন্দারা। জেলা প্রশাসনের উচ্ছেদ ঠেকাতে মঙ্গলবার দুপুর থেকেই সড়ক অবরোধ করেছেন তারা।

পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড ও ফৌজদারহাট-বন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। তাদের দাবি- পানি ও বিদ্যুতের সংযোগ দিতে হবে এবং উচ্ছেদের আগে পুনর্বাসন করতে হবে। ফলে সড়কজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বায়েজিদ বোস্তামি থানা সূত্র জানায়, আলীনগরের বাসিন্দারা সড়ক অবরোধ করেছে। লিংক রোড সড়কটি ব্লক করে দিলে তারা অন্য জায়গায় চলে যান। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে কারাগার স্থানান্তরসহ সরকারি মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে সরকারি পাহাড় দখল করে গড়ে তোলা অবৈধ বসতি ও স্থাপনা মঙ্গলবার থেকে উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন। অভিযানে পানির লাইন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তবে প্রথম দিনেই উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসন যাদের অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত করেছে তারা উচ্ছেদে বাধা দেওয়ার পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন।