প্রচ্ছদ ›› জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট ২০২২ ১৭:৫২:৪১ | আপডেট: ৩ years আগে
বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

যশোরের চৌগাছায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রি প্রাণ হারিয়েছেন।

সোমবার সকালে উপজেলার জগদিশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামের নিজের বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। 

নিহত রিপন হোসেন (২৮) একই গ্রামের শুকুর আলীর ছেলে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে রিপন তার নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করা হলে চিকিৎসক উত্তম কুমার রায় তাকে মৃত ঘোষণা করেন।