প্রচ্ছদ ›› জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২২ ১৩:১৭:৩২ | আপডেট: ২ years আগে
বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলায় এক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থী ও তার গৃহপালিত পশু শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

মৃত জয় মন্ডলের (১৮) বাড়ি সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটি গ্রামের।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ১৮ বছর বয়সী যুবক তার গরুকে গোসল করতে নিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক খুঁটির আর্থিং তারের সংস্পর্শে আসেন। গরুটিকে যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটি তারের সঙ্গে আটকে যায়।

তিনি আরও বলেন যে গরুটি মুক্ত হওয়ার চেষ্টা করতেই খুঁটির মূল তারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যায় জয় ও তার গরু।