প্রচ্ছদ ›› জাতীয়

বিপৎসীমার ওপরে তিস্তার পানি

নীলফামারী প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৩ ১২:০৯:০৭ | আপডেট: ১ year আগে
বিপৎসীমার ওপরে তিস্তার পানি
ছবি: প্রতীকি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি কমলেও বিপৎসীমার ওপরে রয়েছে। শনিবার সকাল ৯টায় তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গতকাল শুক্রবার ভোর থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বাড়তে থাকে। সকাল ৯টায় বিপৎসীমা বরাবর (৫২.১৫) পানি প্রবাহিত হলেও বিকেল ৩টায় ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে আজ সকাল ৪ সেন্টিমিটার কমে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার সকাল ৯টায় ৫২ দশমিক ১৫ এবং বিকেল ৩টায় ৫২ দশমিক ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি। তবে আজ সকাল ৯টায় ৫২ দশমিক ২২ সেন্টিমিটার ওপর ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদ দৌলা জানান, উজানের ঢলে তিস্তার পানি গতকাল ভোর থেকে বাড়তে শুরু করে। আজ কিছুটা কমেছে। পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।