প্রচ্ছদ ›› জাতীয়

‘বিল না দিলে সরকারি প্রতিষ্ঠানেরও গ্যাস লাইন কেটে দেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক
০৭ মার্চ ২০২৪ ১৫:১১:০৪ | আপডেট: ১ মাস আগে
‘বিল না দিলে সরকারি প্রতিষ্ঠানেরও গ্যাস লাইন কেটে দেওয়া হবে’

সময়মতো বিল না দিলে সরকারি প্রতিষ্ঠানেরও গ্যাসের লাইন কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার বিকেলে চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) অধিভুক্ত এলাকায় প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নসরুল হামিদ বলেন, গত জানুয়ারি পর্যন্ত দেশের ছয়টি বিতরণ কোম্পানির গ্যাসের মোট বকেয়া ২৫ হাজার ২৮৫ কোটি ৬৯ লাখ টাকা। তার মধ্যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বকেয়া রয়েছে দুই হাজার ৮৪ কোটি টাকা। সরকারি প্রতিষ্ঠানও সময়মত বিল না দিলে গ্যাসের লাইন কেটে দেওয়া হবে।

অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, সরকারের অনুমোদিত স্থান ছাড়া গ্যাসের নতুন সংযোগ দেওয়া হবে না। একই সঙ্গে অপরিকল্পিত কানেকশন থাকলে সেগুলো বিচ্ছিন্ন করা হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামে যেন বেইলি রোডের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের আন্তরিকতার সাথে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও কর্ণফুলী গ্যাস ডিস্টিটিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাকলাইন উপস্থিত ছিলেন।