প্রচ্ছদ ›› জাতীয়

বিলাইছড়িতে সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২২ ১৫:২৬:১৪ | আপডেট: ২ years আগে
বিলাইছড়িতে সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাঙ্গামাটি জেলার দূর্গম বিলাইছড়ি উপজেলার বাজার হতে কারিগর পাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন ও ব্রিজ, কালভার্ট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় এসব সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সরকারি এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিলাইছড়ি এলাকাবাসীর উদ্যোগে ও বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি জোনের সেনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপুল কান্তি পাল, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, জেলা পরিষদের সাবেক সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা প্রমুখ।

জেলা এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছেন, দূর্গম বিলাইছড়ির সড়ক যোগাযোগ নিশ্চিত করতে ৩৩৮ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে বিলাইছড়ি বাজার হতে কারিগর পাড়া পর্যন্ত ৪০ কিলোমিটার সড়ক উন্নয়ন এবং ১১টি সেতু নির্মাণ করা হবে।