প্রচ্ছদ ›› জাতীয়

বিশ্বব্যাংকের অর্থায়নে দুই যুগেও হতো না পদ্মা সেতু: স্থানীয় সরকারমন্ত্রী

ইউএনবি
০৪ জুলাই ২০২২ ২১:৪১:৩৭ | আপডেট: ৩ years আগে
বিশ্বব্যাংকের অর্থায়নে দুই যুগেও হতো না পদ্মা সেতু: স্থানীয় সরকারমন্ত্রী

বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করলে দুই যুগেও কাজ শেষ হতো না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার রাজধানীতে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রচিত ‘বাংলাদেশের ৫০ সাফল্য সম্ভাবনা’- শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক অর্থায়ন প্রত্যাহার করায় তারা পেয়েছে কি শিক্ষা নিলো। তারা অর্থায়ন না করা আমাদের স্বপ্নের সেতু দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা মনোবলের কারণে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু যেমনি বিশ্বে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে তেমনি নিরাপদও হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক যদি সেতুতে অর্থায়ন করতো তাহলে তাদের মন মতো কাজ করতে হতো। ডিজাইন পরিবর্তন, টেকনিক্যাল সমস্যা, এখানে এই সমস্যা সেখানে সেই সমস্যা বলে তাদের মতামত আমাদের ওপরে চাপিয়ে দিত। না করলে কাজ বন্ধ রাখতে বাধ্য করতো। এতে করে অনেক সময় অপচয় হতো।

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে যে সকল দেশ ও সংস্থা অর্থায়ন করে থাকে তাদেরকে আমরা দাতা দেশ বা সংস্থা বলে থাকি। এটি ঠিক নয়। এসব দেশ ও সংস্থা লোন দেন, দান করেন না। এটি ফেরত যোগ্য। তাই তারা দাতা নয় বরং উন্নয়ন সহযোগী। আর্থিক প্রতিষ্ঠান চলে লোন দিয়ে।