বিদ্যুৎ ঘাটতি কমাতে দ্বিতীয় দিনের মতো বুধবার এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সূচি প্রকাশ করা হয়েছে।
এর আগে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে প্রতিদিন সূচি ধরে অন্তত এক ঘণ্টা করে লোডশেডিং শুরু হয়েছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) আজ লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়। এটি চলবে রাত ১০টা পর্যন্ত। একই সময়ে লোডশেডিং শুরু করবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো)।
আরও পড়ুন- মঙ্গলবার সারাদেশে ১৯১৫ মেগাওয়াট লোডশেডিং
আজ কোথায়, কখন লোডশেডিং হবে, তার তালিকাও দিয়ে দিয়েছে সংস্থা দুটি। বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি দুটির ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্কে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।
ডিপিডিসির লোডশেডিং নিয়ে সংস্থার প্রধান প্রকৌশলী মো. কামরুল আজম বলেন, সকাল ১০টায় লোডশেডিং শুরু হবে। এটা অঞ্চলভেদে রাত ১০টা পর্যন্ত চলবে। তবে প্রতিদিন এক অঞ্চলে একই সময়ে লোডশেডিং করা হবে না বলে জানান তিনি।