প্রচ্ছদ ›› জাতীয়

বৃষ্টি হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২২ ১৩:৫৩:১৩ | আপডেট: ২ years আগে
বৃষ্টি হতে পারে আজ

চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে হবে।

মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা এ কথা বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তরপশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেয়েছে। দেশের অন্যস্থানে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে আন্দামান সাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পাওে বলে পূর্বাভাসে বলা হয়।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায় ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।