প্রচ্ছদ ›› জাতীয়

বেইলি রোড অগ্নিকাণ্ডের ঘটনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক

টিবিপি ডেস্ক
০৩ মার্চ ২০২৪ ১৫:৩০:৫৭ | আপডেট: ১০ মাস আগে
বেইলি রোড অগ্নিকাণ্ডের ঘটনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, ‘ঢাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আমি গভীরভাবে শোকাহত।’

ইয়োকো কামিকাওয়া বলেন, ‘আমি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তার বার্তায় নিহতদের জন্য প্রার্থনা এবং তাদের প্রিয়জনদের হারানোর জন্য শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।