প্রচ্ছদ ›› জাতীয়

বেতারের মহাপরিচালক কামরুজ্জামান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২২ ১৩:৫৯:২৬ | আপডেট: ৩ years আগে
বেতারের মহাপরিচালক কামরুজ্জামান মারা গেছেন
সংগৃহীত

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) আহম্মদ কামরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাতে তার মরদেহ দেশে আসার কথা রয়েছে বলেও জানান মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা।

শনিবার মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা মো. মাহমুদুন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহম্মদ কামরুজ্জামান বেশকিছু দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সিঙ্গাপুর সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।