প্রচ্ছদ ›› জাতীয়

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি, গুরুত্ব পাবে যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪২:২৮ | আপডেট: ২ years আগে
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি, গুরুত্ব পাবে যেসব বিষয়
দিল্লির হায়দরাবাদ হাউজে নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা | সংগৃহীত ছবি

ভারতের হায়দরাবাদ হাউসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ পর্যায়ের বৈঠক ও দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এ বৈঠক শুরু হয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে যান সরকারপ্রধান। সেখানে শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। পরে শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন মোদি।

সূচি অনুযায়ী, দুই নেতা শুরুতে একান্ত বৈঠকে বসেন। পরে তাদের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠকে বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অনিষ্পন্ন বিষয়গুলো আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠক শেষে শেখ হাসিনা ও মোদির উপস্থিতিতেই কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষে মোদির দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার ভারতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার সঙ্গে সাক্ষাৎ করেন। শেখ হাসিনা এ সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্থল ও জলপথে যোগাযোগের ওপর জোর দেন।

আরও পড়ুন- 

‘আলোচনার মাধ্যমে দুই দেশের অমীমাংসিত সমস্যার সমাধান হবে’

‘জনগণ ও অর্থনীতির সামগ্রিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য’

ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার