প্রচ্ছদ ›› জাতীয়

বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচকে উন্নতি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২২ ১৭:০৯:৪৪ | আপডেট: ২ years আগে
বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচকে উন্নতি বাংলাদেশের

বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচকে এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালাপ-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে বুধবার প্রতিবেদনটি প্রকাশ করে গ্যালাপ।

গ্যালাপের প্রতিবেদন অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতির সূচকে সবার ওপরে রয়েছে সিঙ্গাপুর। ১০০ পয়েন্টের মধ্যে ৯৬ স্কোর পেয়েছে দেশটি। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে তাজিকিস্তান (৯৫), নরওয়ে (৯৩), সুইজারল্যান্ড (৯২) ও ইন্দোনেশিয়া (৯২)।

সূচকে সবার নিচে রয়েছে আফগানিস্তান। ১০০ পয়েন্টের মধ্যে দেশটি পেয়েছে মাত্র ৫১। সূচকে নিচের দিকে থাকা ৫টি দেশের অন্য চারটি হলো- গ্যাবন (৫৪), ভেনেজুয়েলা (৫৫), ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (৫৮) ও সিয়েরা লিওন (৫৯)।

এ সূচকে বিশ্বের উল্লেখযোগ্য দেশের স্কোর হলো যুক্তরাষ্ট্রের ৮৩, যুক্তরাজ্যের ৭৯, রাশিয়ার ৭৭, সৌদি আরবের ৮৯ ও আরব আমিরাতের ৯২।

বৈশ্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সূচকে ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৭৯ পয়েন্ট। ২০২১ সালে বাংলাদেশের এই স্কোর ছিল ৭৭। তবে তার আগের বছর, ২০২০ সালে বাংলাদেশের স্কোর ছিল ৮১। অর্থাৎ বাংলাদেশ গত বছরের চেয়ে একটু ভালো করলেও দুই বছর আগের অবস্থানে ফিরে যেতে পারেনি।

দক্ষিণ এশিয়ার তিনটি দেশ অব্শ্য এ সূচকে বাংলাদেশের চেয়ে ওপরে রয়েছে। ১০০ পয়েন্টের মধ্যে পাকিস্তানের স্কোর ৮২, শ্রীলঙ্কার ও ভারতের স্কোর ৮০ করে। আর মাত্র এক পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের চেয়ে নিচে আছে নেপাল (৭৮)।

গ্যালাপ মূলত কয়েকটি প্রশ্নের ওপর ভিত্তি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতির এই স্কোর নির্ধারণ করে। যেমন, বাসিন্দারা নিজ এলাকায় রাতে একা একা হাঁটতে নিরাপদ বোধ করছেন কি না কিংবা স্থানীয় পুলিশের প্রতি বাসিন্দারা আস্থা রাখছেন কি না। এ ছাড়া চুরি, ছিনতাই বা হামলার শিকার হওয়ার বিষয়টিও এই স্কোর নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেয়া হয়।