প্রচ্ছদ ›› জাতীয়

বৈশ্বিক উষ্ণায়ন কমাতে জি-২০ দেশগুলোকে পদক্ষেপ নেয়ার আহ্বান

ইউএনবি
০৩ মার্চ ২০২৩ ০৯:২৮:৪৬ | আপডেট: ২ years আগে
বৈশ্বিক উষ্ণায়ন কমাতে জি-২০ দেশগুলোকে পদক্ষেপ নেয়ার আহ্বান

বিশ্বের উষ্ণায়নের প্রবণতা কমাতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণের জন্য জি-২০ দেশগুলোকে সংশোধনমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এ সময় ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ এবং বাস্তবায়নের উপায় বের করার জন্য জি-২০ নেতৃত্বের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে (জি-২০এফএমএম) এ কথা বলেন মোমেন। সেই সাথে  সমসাময়িক মুদ্রাস্ফীতি, খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধি, বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোতে অস্থিতিশীলতা বৈশ্বিক চ্যালেঞ্জের প্রভাব নিয়েও আলোচনা করেন।

বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী উপস্থিতির কারণে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি এড়াতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জি-২০এফএমএম এর আগে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে মোমেনকে স্বাগত জানান।

মোমেন জি-২০এফএমএম-এর সাইডলাইনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী লি দো-হুনের সঙ্গে দেখা করেন।

বৈঠকের সময়, তারা দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও গভীর করার এবং চলমান ভূ-রাজনৈতিক সমস্যা মোকাবিলার উপায় ও ধরন নিয়ে আলোচনা করেন।

মোমেনের ভূরাজনীতি এবং ভূ-কৌশলের উপর রাইসিনা সংলাপের অষ্টম আসরের উদ্বোধনী অধিবেশনে যোগ দেয়ার আশা করা হচ্ছে, ভারতের প্রধান সম্মেলন, যা প্রধানমন্ত্রী মোদি উদ্বোধন করবেন। সংলাপের উদ্বোধনের পর তিনি ভারতের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে যোগ দেবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার ভারতীয় প্রতিপক্ষের আমন্ত্রণে জি-২০এফএমএম-এ যোগ দিতে নয়াদিল্লিতে রয়েছেন। বৈঠকে জি-২০ সদস্য ও অতিথি দেশগুলোর প্রায় সব পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন।