প্রচ্ছদ ›› জাতীয়

বৈশ্বিক সংকট আমাদেরও বিপদে ফেলে দিয়েছে: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২২ ১৭:৫২:১২ | আপডেট: ৩ years আগে
বৈশ্বিক সংকট আমাদেরও বিপদে ফেলে দিয়েছে: নসরুল হামিদ
সংগৃহীত

বাংলাদেশে ক্রমবর্ধমান লোডশেডিং পরিস্থিতি খুব বেশি দিন থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, যুদ্ধের প্রভাবে জ্বালানি মার্কেট চরম অস্থিতিশীল করে তুলেছে। আন্তর্জাতিক খাদ্য পণ্যের বাজারও বেসামাল। বৈশ্বিক এই সংকট আমাদেরও বিপদে ফেলে দিয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বিবৃতিতে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান নসরুল হামিদ।

তিনি বলেন, এ বছরের মধ্যেই পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট, রামপাল বিদ্যুৎকেন্দ্র এবং ভারত থেকে ১৬০০ মেগাওয়াট আমদানি করা বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এ পরিস্থিতি বেশিদিন থাকবে না।

তিনি আরও বলেন, গত দুই বছরের বেশি সময় ধরে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রভাব সব জায়গাতে পড়েছে। কোভিড-১৯ এর ধাক্কা যখন সবাই কাটিয়ে উঠছিল তখনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সারা বিশ্বকেই গভীর এক সংকটে ফেলেছে। এই সংকট শুধু উন্নয়নশীল দেশেই না অনেক উন্নত দেশেও এর আঁচ লেগেছে।

নসরুল হামিদ বলেন, আপনারা জানেন, সম্প্রতি বাংলাদেশ ৫২ বিলিয়ন ডলারের রপ্তানির অনন্য মাইলফলক অর্জন করেছে। অর্থাৎ গত এক যুগে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের কারণে আমাদের শিল্পায়ন অতীতের সকল সময়কে ছাড়িয়ে গেছে।

এই সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।