প্রচ্ছদ ›› জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইন স্থানান্তরের জন্য ৪দিন গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৩ ২১:৫৯:৪৬ | আপডেট: ২ years আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইন স্থানান্তরের জন্য ৪দিন গ্যাস সরবরাহ বন্ধ
(ফাইল ছবি)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চারলেন সড়কের নির্মাণ কাজের আওতায় গ্যাস পাইপ লাইন স্থানান্তরের জন্য চারদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৬ মে) থেকে শুক্রবার (১৯ মে) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল উপজেলা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ফলে এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক ২৫ হাজার গ্রাহকের সংযোগের পাশাপাশি সিএনজি পাম্পগুলোও বন্ধ রয়েছে।

মঙ্গলবার এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. আকতারুজ্জামান বলেন, মহাসড়কের উন্নীতকরণ প্রকল্পের কাজ চলায় চারলেন সড়কের ইউটিলিটি শিফটিং (উপযোগিতা হস্তান্তর) এর আওতায় সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস পাইপ লাইনের হুকআপ ও কমিশনিংয়ের কাজ করবে।

তিনি বলেন, অর্থাৎ সড়কের পাশ থেকে গ্যাস পাইপ লাইন নিরাপদ দূরত্বে স্থানান্তরের কাজ করা হবে। তাই চারদিন ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি বুধবার থেকে বাণিজ্যিক এলাকার বড় গ্রাহকদের গ্যাস সংযোগ দিতে। তবে আবাসিক এলাকার গ্রাহকদের সংযোগ দিতে চারদিন সময় লাগবে।

বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চায় উল্লেখ করে বর্তমান সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাখ্যান করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘সত্যিকারের প্রতিনিধিত্বশীল সংসদ প্রতিষ্ঠার জন্য তারা (বিএনপি) দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এই সরকার ক্ষমতায় থাকলে এমনটা হবে না।’

ফখরুল বলেন, ‘আমরা যে যুদ্ধ করছি-সংগ্রাম করছি-লড়াই করছি, সেই লড়াইটা হচ্ছে একটা সত্যিকার অর্থেই প্রতিনিধিত্বমূলক একটি সংসদ তৈরি করার জন্য। এই সরকার ক্ষমতায় থাকলে এটা হবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বার বার করে সেটা বলেছি। আমরা বলছি যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে।”

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকার গঠন করবে না-কি করবেনা… দ্যাট ইজ ইমমেটারিয়াল… সেটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা একটা নিরপেক্ষ সরকার চাই। সেই নিরপেক্ষ সরকার অবশ্যই নির্দলীয়ভাবে চাই, সেখানে কোনো দলীয় ব্যক্তিদেরকে আমরা চাই না।’

তাদের দলের সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত ভুল ছিল কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘কখনই না। এটা (সংসদ থেকে পদত্যাগ করে বেরিয়ে আসা) অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। কারণ এই সংসদ জাতির আশা পূরণে ব্যর্থ হয়েছে তো বটেই্, এই সংসদে তো জাতির প্রতিনিধিত্বিই ছিলো না। বিকজ দে আর নট ইলেক্টেড।’