আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সমর্থনে বরিশালে মোটর শোভাযাত্রা করেছে সমর্থকরা।
শনিবার বিকাল ৪ টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এই শোভাযাত্রা বের করা হয়।
দলের সমর্থনে শ্লোগান দেয়াসহ বিশ্বকাপের থিম সং ও ভেপু বাজিয়ে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।
এসময় ব্রাজিলের সমর্থকদের গায়ে ব্রাজিলের জার্সি এবং হাতে বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা শোভা পাচ্ছিলো।
ব্রাজিলের সমর্থক মারুফ হোসেন বলেন, আমি বাংলাদেশের নাগরিক, আর তাই এই দেশকেই বেশি ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলের সমর্থন করি। আর তাই বিশ্বকাপে ব্রাজিল দলের জয় প্রত্যাশা করে তাদের স্বাগত জানিয়ে এ র্যালির আয়োজন। যেখানে ব্রাজিলের সমর্থকরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
মাহামুদুল হাসান চিশতি বলেন, ব্রাজিল সাপোর্টার্স অব বরিশাল নামক ফেসবুক গ্রুপের আয়োজনে বরিশালের ব্রাজিল সাপোর্টারদের অংশগ্রহণে মোটর শোভযাত্রা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। যেটি ব্রাজিল ফুটবল দলকে ভালোবেসেই করা, আমরা সবাই প্রত্যাশা করছি এবারের বিশ্বকাপও ব্রাজিল জিতবে।
কবির হোসেন বলেন, আর্জেন্টিনাও এবার ভালো দল, মেসিরও শেষ বিশ্বকাপ। তবে ব্রাজিলের সামনে আর্জেন্টিনা টিকবে না।