রাজধানীর পোস্তগোলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন- টাঙ্গাইল জেলার লিটনের ছেলে রাব্বি (২০) ও রবি (১৮)।
শনিবার কদমতলীতে নির্মাণাধীন ভবন গাজী টাওয়ার থেকে পড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি জানান, শনিবার সকালে কদমতলীতে নির্মাণাধীন ভবন গাজী টাওয়ারে কাজ করার সময় ওই দুই শ্রমিক সেখান থেকে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।