আসন্ন অর্থবছরের বাজেটে ভর্তুকি কমানোর ক্ষেত্রে সতর্ক থাকার আহবান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে কৃষিখাতে ভর্তুকি না কমানোর সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া জ্বালানি ও অন্যান্যখাতে ভর্তুকি ধাপে ধাপে কমানোর পরামর্শ দেয়া হয়েছে।
চলতি অর্থবছরের (২০২২-২৩) জন্য বাংলাদেশের অর্থনীতির তৃতীয় অন্তবর্তীকালীন পরযালোচনায় এসব সুপারিশ করা হয়েছে। শনিবার ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে, আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পর্যালোচনা তুলে ধরা হয়।
প্রতিষ্ঠানটি বলেছে, আইএমএফ এর শর্ত সামনে রেখে জাতীয় স্বার্থ মাথায় রেখে সংস্কারের কাজে হাত দিতে হবে। এক্ষেত্রে ক্ষমতাসীন গোষ্ঠীর প্রভাব বিবেচনায় নিয়ে নীতিমালা তৈরির প্রবণতা পরিবহার করতে হবে।
পাশাপাশি ঋণ খেলাপি কমিয়ে আনতে বিদ্যমান আইন ও নীতিমালার প্রয়োগ করার সুপারিশ করেছে সিপিডি।