প্রচ্ছদ ›› জাতীয়

ভারত সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে: দোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৪:১৭ | আপডেট: ২ years আগে
ভারত সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে: দোরাইস্বামী

বাংলাদেশের বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। ভারত কখনোই কোনো নির্দিষ্ট ব্যক্তির পাশে নেই।

শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসময় তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

দোরাইস্বামী বলেছেন, ভারত বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় সুখী, সমৃদ্ধ ও সফল দেখতে চায়।

তিনি বলেন, আপনাদের গণতন্ত্র আপনাদের উন্নয়নের জন্য।

দোরাস্বামী যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার নিযুক্ত হওয়ায় আগামীকাল বাংলাদেশ ত্যাগ করবেন দোরাইস্বামী।

এর আগে বৃহস্পতিবার বিদায়ী সংবর্ধনায় দোরাইস্বামী বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক একটি ট্রেনের মতো এবং ট্রেনটিকে অবশ্যই একসঙ্গে চলে আরও মহৎ কিছু করা অব্যাহত রাখতে হবে।