প্রচ্ছদ ›› জাতীয়

ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার বাংলাদেশ: মোদি

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:০৫:১৮ | আপডেট: ২ years আগে
ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার বাংলাদেশ: মোদি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি | ছবি এএনআই

ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার বাংলাদেশ। আগামী দিনে দুই দেশের মধ্যাকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে জনিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সমেম্মলনে তিনি এ কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘গত বছর আমরা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করেছি। আমরাও প্রথম ‘মৈত্রী দিবস’ উদযাপন করেছি। বাংলাদেশ আজ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং এই অঞ্চলে আমাদের বৃহত্তম বাণিজ্য অংশীদার। জনগণের সহযোগিতায় সম্পর্কের ক্রমাগত উন্নতি হচ্ছে।’

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। দুপুর ২টার দিকে উভয় নেতার এই বৈঠক শেষ হয়।

পরে তাদের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠকে বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অনিষ্পন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।