প্রচ্ছদ ›› জাতীয়

ভারী বর্ষণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৪:১৬ | আপডেট: ২ years আগে
ভারী বর্ষণের সম্ভাবনা
সংগৃহীত

দেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা তাড়াশে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ২১ ডিগ্রি।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়াও আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।