প্রচ্ছদ ›› জাতীয়

ভিয়েনায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
০৬ আগস্ট ২০২২ ১৮:০৭:০৪ | আপডেট: ৩ years আগে
ভিয়েনায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন। মহামারী পরিস্থিতিতে বিভিন্ন বিধিনিষেধের কারণে অনুষ্ঠানটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আলোচনায় অংশগ্রহণ করে বক্তারা শহীদ শেখ কামালের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, জাতির পিতার সন্তান হিসেবে শেখ কামাল বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী হিসেবে গড়ে উঠেছিলেন। জাতির পিতার মতোই তার মধ্যেও নেতৃত্ব দেওয়ার অসামান্য গুণাবলি বিদ্যমান ছিল এবং সেই গুণাবলির কারণেই মাত্র বাইশ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ স্বাধীনতার পরবর্তী সময়ে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে একজন সফল সংগঠক হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জনাব শফিউল আলম চৌধুরী (নাদেল)।

তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অভিযাত্রায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রদর্শিত পথ, আদর্শ এবং দিক-নির্দেশনা আজও এক অনুকরণীয় মডেল। শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আমাদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে সদাজাগ্রত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স জনাব রাহাত বিন জামান।

তিনি বলেন, শহীদ শেখ কামালের জীবন ও কর্ম এবং তাঁর গুণাবলী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। সবশেষে তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন।

দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।