ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান ভূমি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ২৩ মার্চ ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়। মোস্তাফিজুর রহমানকে বদলির আদেশ ৩১ মার্চ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছিল। মোস্তাফিজুর রহমান জননিরাপত্তা বিভাগে যোগ দিলে তার স্থলাভিষিক্ত হবেন খলিলুর রহমান।
১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের মো. খলিলুর রহমান ঢাকা ও সিলেটসহ দুই বিভাগে বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেন। তিনি নাটোর ও ময়মনসিংহ জেলার সাবেক জেলা প্রশাসক।
ভূমি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় মো. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিটি করপোরেশনের মেয়র, রেজিস্ট্রার, জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।