প্রচ্ছদ ›› জাতীয়

ভোটগ্রহণের শুরুতেই ধাওয়া-পাল্টাধাওয়া

নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৮:০৯ | আপডেট: ১ year আগে
ভোটগ্রহণের শুরুতেই ধাওয়া-পাল্টাধাওয়া

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের শুরুতেই আপেল প্রতীকের প্রার্থী সামিউল হল লিটন ও নৌকা প্রার্থী আব্দুল ওদুদের কর্মী সমার্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতেই জেলা শহরের ২৭ নম্বর কেন্দ্র নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হল লিটন ও নৌকা প্রার্থী আব্দুল ওদুদের কর্মী সমার্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন সাংবাদিকদের বলেন, ‘ভোটগ্রহণের সময় আমার কর্মী সমর্থকদের ওপর হামলা করা হয়েছে।’ তবে এ বিষয়ে নৌকা প্রার্থী আব্দুল ওদুদের বক্তব্য পাওয়া যায়নি।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনো সমস্যা হয়নি।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রিসাইডিং অফিসার ১৮০ জন এবং ১ হাজার ২৩০ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ২ হাজার ৪৬০ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করছেন। এই আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭০ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪ হাজার ২৮০ জন। ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৮০টি এবং ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ২৩০টি।

এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের তিনটি উপজেলায় একজন করে আর চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।