প্রচ্ছদ ›› জাতীয়

মক্কায় আরও এক বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২৩ ১৭:১৬:৫৩ | আপডেট: ২ years আগে
মক্কায় আরও এক বাংলাদেশির মৃত্যু
শাহানারা বেগম

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় শাহানারা বেগম নামের এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, সালামত হজ ট্রাভেলস এজেন্সির মাধ্যমে মক্কায় পবিত্র হজ পালন করার জন্য এসেছিলেন শাহানারা বেগম। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে মক্কা নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছে মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ্ব মিশন।

চলিত বছর ২০২৩ এ পর্যন্ত সরকারি ও বেসরকারি মোট ৪৬ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজ পালন করতে মক্কায় এসে পৌছেছেন ।