প্রচ্ছদ ›› জাতীয়

মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক অ্যাম্বুলেন্স মালিকদের

নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৩ ১৭:৪৯:৪২ | আপডেট: ১ year আগে
মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক অ্যাম্বুলেন্স মালিকদের

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আরোপিত কর প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, আজকের মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবার থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট শুরু হবে।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স বিষয়ে একটি জাতীয় নীতি প্রণয়ন এবং অ্যাম্বুলেন্সের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত টোল-ফ্রি সুবিধা বাস্তবায়ন।

অ্যাম্বুলেন্স মালিকরা দেশের সব হাসপাতালে পার্কিং সুবিধা, রোগী পরিবহনের সময় লাইনে অপেক্ষা না করে ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সুবিধা এবং সড়কে নিরবচ্ছিন্ন যাতায়াতের দাবি জানান।