প্রচ্ছদ ›› জাতীয়

মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২২ ১৭:৩৯:৪৫ | আপডেট: ২ years আগে
মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২
সংগৃহীত ছবি

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে দুই তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

সোমবার দুপুর ১২টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, মহাসড়কের মঙ্গলবাড়ীয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায়।

এ সময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশঙ্কাজনক।