প্রচ্ছদ ›› জাতীয়

মাংকিপক্স: দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২২ ১৩:৪৪:০৩ | আপডেট: ১ year আগে
মাংকিপক্স: দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিরল রোগ মাংকিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাংলাদেশের সব বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণত পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে মাংকিপক্সের প্রাদুর্ভাব দেখা যায়। ফলে ইউরোপের দেশ যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেন এবং যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রলিয়ায় এ পর্যন্ত মাংকিপক্সের রোগী পাওয়ার কথা জানিয়েছে।

এসব দেশে থেকে কেউ বাংলাদেশে আসলে বা সন্দেহজনক কাউকে এমন মনে হলে, তাকে নিকটস্থ সরকারি বা সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে আইসোলেশনের ব্যবস্থা করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।