মাগুরা সদর উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার লস্করপুর ও নারায়ণপুর গ্রামে মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত শিশু সাদিকুল মোল্যা (২) উপজেলার মালিক গ্রামের সজীব মোল্যার ছেলে। অপর দিকে আলিফ বিশ্বাস (আড়াই) মহম্মদপুর উপজেলার নারায়ণপুর গ্রামের তিলাম বিশ্বাসের ছেলে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম জানান, নিহত সাদিকুলের মামা গোলাম রসুল মোল্যা জানান, নানা বাড়ি মাগুরা সদরের লস্করপুর গ্রামে বেড়াতে এসে সাদিকুল সকাল ১১টার দিকে নিখোঁজ হয়। পরে দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আলিফ বিশ্বাসের চাচা পিয়াস শেখ জানান, আলিফ দুপুরে ১টার দিকে খেলা করতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ বিশ্বাস জানান, সাদিকুল ও আলিফ নামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। হাসপাতালে আনার অগেই তাদের মৃত্যু হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশিত কুমার রায় জানান, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।