প্রচ্ছদ ›› জাতীয়

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি ২০২৩ ১৭:০৯:৪১ | আপডেট: ২ years আগে
মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের ডাসারে নিজ বাড়ির পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আমির হামজা (দেড় বছর)ওই গ্রামের মাওলা মুন্সীর ছেলে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শিশু আমির হামজা পরিবারের অজান্তে খেলা করতে গিয়ে নিজ বাড়ির পুকুরে পরে যায়। পরে অনেক খোঁজার পর পুকুর থেকে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।